ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাল কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ।
আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় হাইকমিশন চত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান বাজানো হয়।
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মোহাম্মদ মামুন, সহসভাপতি মোহাম্মদ ওয়াসিম মিয়া, মফিজুল ইসলাম আরজু, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ বাচ্চু মিয়া, মোহাম্মদ আলমগীর, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক অনিক আমিন ও মোহাম্মদ ফারুক মিয়া, অলিল ফরাজী, যুগ্মসাধারণ সম্পাদক সাঈদ সরকারসহ আরো অনেকে।