মক্কা-মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ জারি
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এবার সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে দেশটির সরকার। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে বৃহস্পতিবার এই বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদিতে বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে ও মারা গেছে ২১ জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৩২৮ জন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, জরুরি কাজে নিয়োজিত কর্মীরা কারফিউর আওতামুক্ত থাকবে এবং অন্যরা শুধু খাবার কিংবা ওষুধ কিনতে বাইরে বের হতে পারবে। ভাইরাসের সংক্রমণ কমাতে এই শহরগুলোতে গাড়িতে শুধু একজন যাত্রী বহন করা যাবে।
তিন কোটি মানুষের দেশ সৌদি আরব করোনাভাইরাস মোকাবিলায় কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল, বেশিরভাগ পাবলিক প্লেস বন্ধ ঘোষণা ও বছরব্যাপী ওমরাহ স্থগিত করা।
মহামারির ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত মুসলমানদের হজের পরিকল্পনাও স্থগিত রাখতে বলা হয়েছে। রিয়াদ, মক্কা, মদিনা ও জেদ্দায় প্রবেশ এবং বাহির হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা আরোপসহ জনগণের চলাচল নিয়ন্ত্রণে কড়াকড়ি আনা হয়েছে। মক্কা ও মদিনার পার্শ্ববর্তী কয়েকটি এলাকা পুরোপুরি লকডাউনহ করা হয়েছে।
দেশটিতে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে পূর্বাঞ্চলের তেল উৎপাদনকারী প্রদেশ কাতিফে। ইরান থেকে ফেরা শিয়া মুসলিমরা প্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়। তারপর থেকে সেখানে প্রায় চার সপ্তাহ ধরে লকডাউন চলছে।