মালয়েশিয়া বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
মালয়েশিয়া বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম মোহাম্মদ সেলিম ভূঁইয়া মালয়েশিয়া বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে মালয়েশিয়া বিএনপি একজন নিবেদিত প্রাণ হারাল।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।