রিয়াদে অলাইয়া কম্পিউটার মার্কেট ফুটবল টিমের চ্যাম্পিয়নশিপ উদযাপন
সদ্য সমাপ্ত এসটিসি পে বিজয় গোল্ডকাপ ২০১৯ ফুটবলে চ্যাম্পিয়নশিপ উদযাপন করেছে রিয়াদ অলাইয়া কম্পিউটার মার্কেট কল্যাণ সমিতি। তারা চ্যাম্পিয়ন ফুটবল টিমকে সংবর্ধনা দিয়েছে। সেই সঙ্গে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
রিয়াদের অভিজাত সোয়ার্দি কমিউনিউটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন রিয়াদ অলাইয়া কম্পিউটার মার্কেট সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুজ জাহের। সঞ্চালনা করেন বিজয়ী ফুটবল টিমের ব্যবস্থাপক ও সমিতির প্রধান উপদেষ্টা আবিদুর রহমান রোকন। জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মো. ফখরুল ইসলাম।
সমিতির সহসভাপতি বেলাল হোসেন ও নুরুল আফছার বাদলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সমাজসেবী এমআর মাহাবুব, মিজানুর রহমান কমল ও এনটিভি সৌদি আরব প্রতিনিধিসহ বেশ কয়েকজন প্রবাসী সমাজের গুণীজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৬টি টিম নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিয়াদ অলাইয়া ফুটবল ক্লাব।
অনুষ্ঠানে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশি সমাজের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে রিয়াদের বিপুল প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তুলেন স্থানীয় শিল্পীরা। এ ছাড়া বিশেষ আর্কষণ ছিল র্যাফল ড্র। বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।