রিয়াদে কলতান সংগীত একাডেমির পিঠা মেলার আয়োজন
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে পিঠা মেলার আয়োজন করেছিল কলতান সংগীত একাডেমি। রিয়াদের ফোরসান কমিউনিটি সেন্টারের একাডেমি কার্যালয়ে নাচ, গান কবিতা পাঠসহ সংগীতের সব আয়োজন ছিল ভালোবাসা দিবসকে ঘিরে।
কলতান সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা মমতাজ উল আলম তাজের সঞ্চালনায় আনন্দঘন এ আয়োজনে বিচারকমণ্ডলী ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান কমল, এম আর মাহবুব, এনটিভির সৌদি আরব প্রতিনিধি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান ও যুবনেতা এমএ জলিল রাজা।
অনুষ্ঠানে এনটিভি দর্শক ফোরাম, এনটিভি সাংস্কৃতিক ফোরাম, সাংস্কৃতিক সংগঠন শ্যাডো, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গাজী সাঈদ দম্পতির বিবাহ বার্ষিকীর কেক কেটে পালন করা হয়। একইভাবে কেক কেটে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয় সৌদি আরব এনটিভি সাংস্কৃতিক ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি এলমিস ফাতেমা চৌধুরী এ্যাপলোকে।
তরুণ সংগীত শিল্পী জয়কেও কেক কেটে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। কলতানের এমন উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে অংশ নেওয়া বিশিষ্টজনরা।
পিঠা মেলায় বিচারকমণ্ডলীর রায়ে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। ইমরান, জাভেদ, সালাহউদ্দন, জয়, নাশরা, ওয়াফা, মামিতা, রুজানা, মারিয়াম, তন্নিসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন উপভোগ করেন দর্শকরা। গভীর রাত পর্যন্ত চলে আনন্দঘন এ আয়োজন।
কলতান সংগীত একাডেমির এমন আয়োজন অব্যাহত থাকবে বলে বিশিষ্টজনরা তাদের মতামতে আশা করেন। সব শেষে ছিল নৈশভোজ।
ভালোবাসা দিবসে প্রবাসী দম্পতিদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেয় কলতান পরিবার। বিপুল বাংলাদেশি পরিবার এ আয়োজনে অংশগ্রহণ করে। সার্বিক আয়োজনে ছিলেন কলতান সংগীত একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ওস্তাদ জামশেদ রানা ও মঞ্জুর আল ইসলাম।