রিয়াদে কুমিল্লা প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের রাজধানী রিয়াদে কুমিল্লা জেলার মাওলানা দৌলতুর রহমান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বাড়ি বরুড়া উপজেলার শাতপুর গ্রামে।
প্রবাসে মাওলানা দৌলতুর রহমানের নিকট আত্মীয় গোলাম রাব্বানী জানান, দৌলতুর রহমান কিছুদিন ধরে অসুস্থবোধ করছিলেন। গতকাল বুধবার ফজরের নামাজ আদায় করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে হৃদরোগে (হার্ট অ্যাটাক) মৃত্যু হয়েছে বলে জানান।
মাওলানা দৌলতুর রহমান রিয়াদের শিফা এরিয়ায় বসবাস করছিলেন। তিনি সৌদি আরবের প্রবাসী কুমিল্লা ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ছিলেন। বর্তমানে তাঁর মরদেহ রিয়াদের সমেসি হাসপাতালের হিমাগারে রয়েছে।