রিয়াদে বাংলাদেশি তরুণের মৃত্যু
ভাগ্যের চাকা বদলাতে দুই মাস আগে মো. শামীম (২৩) নামের এক বাংলাদেশি তরুণ এসেছিলেন মরুর দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের ওয়াদি লেবনে। স্বপ্ন আর বাস্তবে রূপ দিতে পারেননি নবাগত এই রেমিটেন্স যোদ্ধা। গত রোববার ঘুমের মধ্যে স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেছেন এই প্রবাসী।
শামীমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আনজু মিয়া।
শামীমের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোক নেমে এসেছে। তাঁর লাশ রিয়াদের ছিমুছি হাসপাতালের হিমঘরে রয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে সৌদি আরবে অফিস আদালতসহ সব কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে দেশটির সরকার। তাই লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে।