রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর রাষ্ট্রদূত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়। বাংলাদেশিসহ সবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্যও বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সব প্রবাসী বাংলাদেশিকে সাবধানে ও নিরাপদ হেফাজতে থাকার জন্য অনুরোধ করা হয়।