সৌদিতে বিএনপির প্রতিবাদ সভায় জয়নুল আবদিন ফারুক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশ ও জাতির প্রয়োজনে তাঁর মুক্তির কোনো বিকল্প নেই। সে জন্য জাতি আজ তাঁর মুক্তি চায়।
সম্প্রতি সৌদি আরবে আয়োজিত এক প্রতিবাদ সভায় জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করে ওই সভার আয়োজন করে সৌদি আরবে বিএনপির হাফের আল বাতেন প্রদেশ কমিটি।
সভায় সভাপতিত্ব করেন প্রদেশ বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, আল জুবাইল প্রদেশ বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ, নাসিমুজ জামান সোহেল ও এস এম সফি। সভা সঞ্চালনা করেন হাফের আল বাতেন প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক রহীমউল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন।
বক্তব্য দেন প্রদেশ বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল ইসলাম মিয়াজী, সহসভাপতি জাকির হোসেন, এস আর সাইফুল ও আবদুল মান্নান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেনসহ প্রদেশ বিএনপি ও সৌদি আরব বিএনপির নেতৃবৃন্দ।
সভায় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে তাঁর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক।
বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী এ প্রতিবাদ সভায় অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়।