রিয়াদে সৌদি আরব বিএনপির বিজয় উৎসব উদযাপন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/03/photo-1483443927.jpg)
বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের উদ্যোগে রিয়াদের জাহরাত আল সার্ক হোটেলে বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসী নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কারি মো. আবদুল হাকিম। পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিটির প্রথম সহসভাপতি শেখ রুহুল আমিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সৌদি নাগরিক আবদুল আজিজ আনাজার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজয় দিবস উদযাপন কমিটির অর্থ সমন্বয়কারী ও পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফরাজী। তিনি দলের সহসভাপতি মিজানুর রহমান কমলের বহিষ্কার দাবি করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ সময় দাঁড়িয়ে হাত তুলে বিএনপির শতাধিক নেতাকর্মী এ বক্তব্য সমর্থন করেন।
আলোচনার আগে সূচনা বক্তব্য দেন দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী ও হাজি ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ। আলোচনার মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন পূর্বাঞ্চল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী চট্টগ্রাম বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খোকন, শ্রমিক দল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হুসাইন বাবুল মোল্লা।
সভায় সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা পদ থেকে বহিষ্কৃত ও বর্তমানে পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মিজানুর রহমান কমলকে সাবেক আওয়ামী লীগ নেতা আখ্যায়িত করেন বক্তারা। বিএনপিতে যোগ দেওয়ার পরও দলের আদর্শ অনুসরণ না করে অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাঁর বহিষ্কার দাবি করে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য দেন প্রবাসী চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাকের, সৌদি আরব বিএনপির প্রচার সম্পাদক ও প্রবাসী কুমিল্লা বিএনপির সদ্স্য সচিব কাজী আইয়ুব আলী।
এ সময় প্রবাসী নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক সাইফউদ্দিন আহমেদ নোমান, প্রবাসী চট্টগ্রাম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুমন, শ্রমিক নেতা মোজাম্মেল হোসেন, হাবিবুর রহমান জাফর, শহীদ উল্লাহ, প্রবাসী ঢাকা জেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন, প্রবাসী লক্ষ্মীপুর বিএনপির নেতা জাহিদুল ইসলাম টিপুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জামিরুল ইসলাম, রিয়াদ আন্তর্জাতিক মহাবিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর পরিচালনা পর্ষদের মুরব্বি আলহাজ হারুনুর রশিদ।