বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/04/photo-1488648284.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলামে তোলার দাবিতে মানববন্ধন করেছে দাউদকান্দি-মেঘনা ইয়ুথ কমিউনিটি, মালয়েশিয়া।
গতকাল শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি জালাল উদ্দিন সেলিম বলেন, খুনি মোশতাকের অপকর্মের দায় দাউদকান্দিসহ কুমিল্লার সাধারণ মানুষ নেবে না। আর এর থেকে দায়মু্ক্তি পেতে হলে খুনি মোস্তাকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোশতাকের অস্তিত্ব কুমিল্লার মাটি থেকে শিগগিরই নিশ্চিহ্ন করার দাবি জানান।
পরে টেলিফোনে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন মেঘনা-দাউদকান্দির উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিউনিটির সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আনোয়ার হোসেন, রেজাউল করিম, সালাহউদ্দিন, নিজাম, ইকবাল, কামরুল হাসানসহ শতাধিক নেতাকর্মী।