জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশি ডা. জাকিয়া
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/24/photo-1490374091.jpg)
জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ৬১তম অধিবেশনের সাইড ইভেন্টে (পাশাপাশি অনুষ্ঠান) বাংলাদেশি-আমেরিকানদের পক্ষে বক্তব্য দিয়েছেন ডা. জাকিয়া জাহান।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের এ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। অধিবেশন চলে ১৩ থেকে ২৪ মার্চ।
অধিবেশনে বাংলাদেশের নারীদের সম্পর্কে ডা. জাকিয়া জাহান বলেন, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ভিশন-২০২১ নামক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। ‘জয়িতা’ এর মধ্যে অন্যতম সফল প্রকল্প। গ্রামের ছাত্রীদের বৃত্তি প্রদান ও অবৈতনিক শিক্ষা নিশ্চিত করছে বর্তমান সরকার। ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প সফলতা লাভ করেছে। বাংলাদেশে গত দুই দশকে ৬৬ ভাগ মাতৃমৃত্যু হার কমেছে। এসব সাফল্যের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
ডা. জাকিয়া বলেন, বাংলাদেশে নারীর স্বাস্থ্য ও সন্তান ধারণক্ষমতা সম্পর্কে উপলব্ধি না করে নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। প্রজননস্বাস্থ্যসহ নারীর সার্বিক স্বাস্থ্য সচেতনতা তাঁদের ক্ষমতায়নের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে বিশ্ববাসীর অনেক কিছু শেখার আছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অপরিহার্য। কৃষি থেকে শুরু করে রাজনীতিসহ সবক্ষেত্রে নারীর পদচারণা জাতীয় উন্নতিতে বিশাল প্রভাব বিস্তার করবে।
এই চিকিৎসক আরো বলেন, আর্থসামাজিক উন্নতি, রাজনৈতিক জীবনে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব ছাড়া নারী-পুরুষ বৈষম্য দূর করা সংকটপূর্ণ হয়ে দাঁড়াবে।
অধিবেশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক বার্নারডিতো আঝুয়া। সেখানে ওয়াল্ড ইয়ুথ অ্যালায়েন্সের সিইও অ্যানা হ্যাল্পাইন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে বক্তব্য রাখেন।