রিয়াদে পূর্বাঞ্চল বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/28/photo-1490699460.jpg)
সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের উদ্যোগে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।
সভায় প্রবাসী নেতারা দলে যোগদানকারী বেইমানদের দলবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় দলকে আরো শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয়ে সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের প্রস্তাবিত নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। প্রস্তাবিত কমিটির সভাপতি শেখ রুহুল আমিন বাবুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান।
স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় বক্তব্য দেন প্রস্তাবিত সিনিয়র সহসভাপতি শহীদুল্লাহ ভূইয়া, প্রস্তাবিত সাধারণ সম্পাদক ও বর্তমান সাংগঠনিক সমন্বয়কারী আবদুল হাকিম, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী ও শাহাবুদ্দিন ফরাজী, সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির জয়নাল আবেদিন বাকের, পূর্বাঞ্চল যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, পূর্বাঞ্চল বিএনপির প্রচার সম্পাদক কাজী আইয়ুব আলী, প্রবাসী নরসিংদী জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বাইজিদ, হাবীবুর রহমান জাফর, মোশারফ হোসেন কিরণ, জসীম উদ্দিন তালুকদার, মাহফুজ পাটওয়ারী, সোহরাব হোসেন লিটন, সারওয়ার ইসলাম সুমন, শাহাবুদ্দীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সালেহ সিদ্দীকসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।
সাপ্তাহিক ছুটির দিন না হওয়ার পরেও শত শত প্রবাসী বিএনপির নেতাকর্মী আনন্দঘন এই মিলনমেলায় অংশ নেন।