রিয়াদে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া সমিতির পরিচিতি সভা
সৌদি আরবের রিয়াদে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে রিয়াদের রামাদ হোটেলে ওই অনুষ্ঠান হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন শাহীন সাদেকিন। সঞ্চালনা করেন হাফেজ রকীব উদ্দীন। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল ওয়াদুদ, সমিতির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মাস্টার।
সভায় নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করানো হয়। এতে সমিতির নিয়মশৃঙ্খলা ও ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সমিতির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ সেলিম ভূঁইয়া।
নবগঠিত কমিটির নেতারা ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত ও দুস্থ বাসিন্দাদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে প্রবাসী জেলাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচিত সভায় সমিতির সব সদস্য উপস্থিত ছিলেন। এতে নতুন কমিটির সব সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় বিশেষ মেহমান হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের পরিচালক মোহাম্মদ রায়হান ও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জ্যাব) সৌদি আরব শাখার সভাপতি ফারুক আহমেদ চান।