ইসলামী ব্যাংকের বড় শক্তি সততা : আরাস্তু খান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/03/photo-1496508359.jpg)
সততা ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। এই সততার কারণে তিনি নিজেও ব্যাংকের প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন।
গতকাল শুক্রবার সৌদি আরবের মদিনায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব কথা বলেন আরাস্তু খান। মদিনার হোটেল জাইকা মেহরানে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ব্যাংক।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি সততা। তাই ইসলামী ব্যাংকের সততার প্রতি আমি খুব শ্রদ্ধাশীল। ইসলামী ব্যাংকের মতো এত সৎলোক অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। আজ পর্যন্ত ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তাকে টাকা নিয়ে ঋণ দেওয়ার বিষয়ে আমি শুনিনি।’
আরাস্তু খান বলেন, ‘ইসলামী ব্যাংকের বোর্ডে যাঁরা আছেন, তাঁরা খুব সৎ। এক পয়সা এদিক-সেদিক হবে না। এটা আমি আপনাদের ওয়াদা করে যাচ্ছি।’
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের বিভিন্ন সাফল্য তুলে ধরেন আরাস্তু খান। ইসলামী ব্যাংকের সব গ্রাহকের অধিকার রক্ষায় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাংবাদিক ফ ই ম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মোশাররফ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল আলম, জাহেদ চৌধুরী, সাইফুল ইসলামসহ মদিনার ব্যবসায়ী ও পেশাজীবীরা।
আরাস্তু খান পবিত্র রমজান উপলক্ষে উমরা পালনের জন্য স্ত্রীসহ সৌদি আরব সফর করছেন। উমরার আগে মদিনার মসজিদে নববীতে জেয়ারতে গেলে তাঁর সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।