মালয়েশিয়ায় জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/12/photo-1497256807.jpg)
দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মালয়েশিয়ার জহুর প্রদেশ বিএনপি।
রোববার দেওয়ান তামান ডেসা সিমিরলাং-এ জহুর প্রদেশ বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খান।
মোহাম্মদ রহমত উল্লাহর পরিচালনায় জহুর প্রদেশ বিএনপির সভাপতি এম জে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ওবায়দুল হক নাসির, মালয়েশিয়া যুবদল সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, জহুর প্রদেশ বিএনপির সহসভাপতি মোস্তফা হাসানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খান জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, যে গণতন্ত্রকে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন, সেই গণতন্ত্রকে ফিরে পেতে হলে খালেদা জিয়াকে আবার ক্ষমতায় আনতে হবে। আর এ লক্ষ্যে কাজ করতে জহুর প্রদেশ বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাপনী বক্তব্যে জহুর প্রদেশ বিএনপির সভাপতি এম জে আলম বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যু হলেও তাঁর আদর্শের মৃত্যু হয়নি, তাই আজো দেশে-বিদেশে তাঁর আদর্শের সৈনিকরা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে সংগ্রামে লিপ্ত আছেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জোহর বারু বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান, সহসভাপতি এমদাদুল হক কনক, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লাল হোসেন, জোহর বারু যুবদলের আহ্বায়ক এস কে সবুজ, প্রচার সম্পাদক জিল্লু, দপ্তর সম্পাদক জামাল, জোহর যুবদলের যুগ্ম আহ্বয়ক জালাল হাসান, কুয়ালালামপুরের কেলাং বিএনপির সভাপতি জাকির হোসেন, শেখ আসাদুজ্জামান মাসুম প্রমুখ।