সৌদিতে দুইশর বেশি বাংলাদেশির দোকান পুড়ে ছাই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/21/photo-1498033926.jpg)
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেটে আগুন। ছবি : এনটিভি
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ ওই আগুনে দুইশর বেশি বাংলাদেশির দোকান পুড়ে গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বাথা মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন সেখানকার একটি প্রতিষ্ঠানের কর্মী হাসান তালুকদার। তিনি জানান, আগুন লাগার দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
হাসান তালুকদার আরো জানান, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা। ভয়াবহ আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেক বাংলাদেশি ব্যবসায়ী তাঁদের শেষ সম্বল রক্ষা করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন বলে জানান এই প্রত্যক্ষদর্শী।