প্রবাস বাংলা ফুটবলের স্পন্সর সিআরবি পলিক্লিনিক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/24/photo-1498319955.jpg)
সৌদি আরবের রিয়াদের জনপ্রিয় প্রবাস বাংলা ফুটবল ক্লাবের স্পন্সর হয়েছে বাংলাদেশির একক মালিকানায় প্রতিষ্ঠিত সিআরবি পলিক্লিনিক। এ জন্য সম্প্রতি দুটি চুক্তি করেছে।
সিআরবি পলিক্লিনিক মিলনায়তনে এ চুক্তিপত্রে সই করেন প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা।
সিআরবি পলিক্লিনিকের চেয়ারম্যান বশির আহমেদ নূর বলেন, ব্যবসায়ী মূলধন ও মুনাফার চেয়ে প্রবাসীদের সহযোগিতার কথা মাথায় রেখেই রিয়াদের বুকে একক মালিকানার এ হাসপাতাল গড়ে তোলা হয়েছে। ফুটবলের মান উন্নয়নে ও প্রবাসীদের খেলাধুলার সহযোগিতায় সিআরবি পলিক্লিনিক সব সময় প্রবাসীদের পাশে থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাস বাংলা ফুটবল ক্লাবের পরিচালক সাংবাদিক ফকির আল আমিন বলেন, ‘সিআরবি পলিক্লিনিককে পেয়ে আমরা আশাবাদী যে প্রবাসেও দেশীয় ফুটবল চর্চা অব্যাহত রাখতে পারব।’
এ সময় সিআরবি পলিক্লিনিকের মনোগ্রামখচিত জার্সি প্রবাস বাংলা ফুটবল ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেন হাসপাতালের চেয়ারম্যান বশীর আহমেদ নূর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরবি পলিক্লিনিকের মহাব্যবস্থাপক বেলাল হোসেন বাহার, প্রবাস বাংলা ফুটবল ক্লাবের মিডিয়া পার্টনার এনটিভির সৌদি আরব ব্যুরোপ্রধান ফারুক আহমেদ চান, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বাদলসহ অন্যরা।