মসজিদে নববীতে ঈদের নামাজ অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/25/photo-1498399786.jpg)
মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজ রোববার ভোর ৬টায় ঈদের নামাজ শুরু হয়।
মসজিদে নববীর ঈদের জামাতে ইমামতি করেন ড. হোসাইন আল শেখ। নামাজে মদিনার সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
মদিনাবাসী ছাড়াও মসজিদে নববীর ঈদের জামাতে অংশ নেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার মুসল্লি। মদিনায় অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই ঈদের জামাতে নামাজ পড়েন।
ঈদের নামাজ শেষে খুতবায় মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়।