মালয়েশিয়ায় বরিশাল সমিতির ঈদ পুনর্মিলনী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/03/photo-1504430393.jpg)
ঈদ উপলক্ষে একত্রিত হয়েছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বরিশালের অধিবাসীরা। গতকাল শনিবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ বৃহত্তর বরিশাল সমিতির এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এস এম রহমান পারভেজ।
ঈদুল আজহা-পরবর্তী এ পুনর্মিলনী অনুষ্ঠানে কুয়ালালামপুর ও এর আশপাশের এলাকায় বসবাসরত বৃহত্তর বরিশাল জেলা থেকে আসা প্রবাসীরা অংশ নেন। এ সময় একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ও কুশলবিনিময় করেন তাঁরা।
শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মজনু মুন্সি, সহসভাপতি মনজু খাঁ, মোশাররফ হোসেন, বাদল হাওলাদার, শাহজাহান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান হাওলাদার, মিরাজ, শান্তি মিয়া, বাদল কারার, মনির হোসেনসহ অন্যরা।
সভাপতি এস এম রহমান পারভেজ তাঁর বক্তব্যে বলেন, দেশের ঐহিত্যবাহী অঞ্চল বরিশালে জন্ম দিয়ে তাঁরা গর্বিত। দেশ কিংবা প্রবাস যেখানেই থাকেন না কেনো সবাইকে ঐক্যবদ্ধভাবে পথচলার আহ্বান জানান তিনি।