ওয়াশিংটনে বাংলাদেশের বন্যাকবলিত মানুষদের জন্য তহবিল সংগ্রহ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/13/photo-1505284416.jpg)
সম্প্রতি বাংলাদেশের বন্যার্তদের সাহায্যকল্পে বাগডিসির (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি) ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। মেট্রো ওয়াশিংটন ডিসির স্বনামধন্য ননপ্রফিট অর্গানাইজেশন বাগডিসি এ অনুষ্ঠানের আয়োজন করে।
গত রোববার বাগডিসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ভয়াবহ বন্যাকবলিত মানুষের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি বিশেষ ফান্ডরেইজিং অনুষ্ঠান। ওয়াশিংটন মেট্রো এলাকার বেশ কিছু হৃদয়বান মানুষ বাংলাদেশের বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী কুমকুম বাগচী, আধুনিক গানের শিল্পী বিপ্লব দত্ত ও ফয়সল কাদের। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন অসীম রানা, জুয়েল বড়ুয়া, পুলি কর্মকার ও শান্তনু বড়ুয়া। সংগীতানুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রায় ১০ হাজার ডলার সংগৃহীত হয় এবং এ সাহায্য প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ভ্রমণকালে তাঁর হাতে তুলে দেওয়া হবে।
বন্যাদুর্গতদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি নিয়ে যাঁরা এগিয়ে এসে অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, বাগডিসির কার্যকরী পরিষদের পক্ষ থেকে তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।