বাংলাদেশ প্রেসক্লাব স্পেনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/11/06/photo-1509942418.jpg)
বাংলাদেশ প্রেসক্লাব স্পেনের উদ্যোগে বাংলাদেশের সাংবাদিকদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার স্পেনের স্থানীয় এক রেস্টুরেন্টে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম।
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়ার পথে ফেনীতে হামলার কবলে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর এবং এতে এনটিভি, একাত্তর টিভি, বৈশাখী, সময়, ডিবিসি, বাংলাভিশন, চ্যানেল আইসহ বহরে থাকা বেশ কয়েকটি সাংবাদিকের গাড়ি ভাংচুর করা হয়। সাংবাদিকদের ওপর গত ২৮ অক্টোবর এ হামলার প্রতিবাদে সভা করে বাংলাদেশ প্রেসক্লাব স্পেন।
প্রতিবাদ সভায় এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তাদানে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা পালনে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
এ ছাড়া অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন রাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি জাহিদুল হক মাসুদ, ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক বকুল খান, সাংবাদিক হুসেইন মোহাম্মদ ইকবাল প্রমুখ।