রিয়াদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সৌদি আরবের রিয়াদে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন। কেক কেটে যুবদলের জন্মদিনের অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান, বিশেষ সম্পাদক কারি আবদুল হাকিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আলোচনায় বক্তারা বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে রাজপথে ৯০-এর গণ-আন্দোলনের কোনো বিকল্প নেই। দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে দেশ ও প্রবাসী যুবদলকে সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
আরো উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি জসীম উদ্দিন শামীম, কাজী আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদদীন ফরায়েজি, দপ্তর সম্পাদক ইসতিয়াক হোসেন খান তারিক, পূর্বাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, জুবাইল প্রদেশ বিএনপির সাবেক সভাপতি নাসিমুজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শোয়াইব বিন আহমেদ সোহেল, বিএনপির সহসাংগঠনিক ইয়ার আহমেদ, মাজহারুল ইসলাম মিটন, আমীর হোসেন, জকির হোসেন, সাইদ উদ্দিন আল মামুন।
সভায় দেশ, জাতি ও জিয়া পরিবারের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।