মালয়েশিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মালয়েশিয়ায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন শরিফ তিলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহিরুল ইসলাম জহির ও মাহবুবুর রহমান রুবেল।
প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুকবুল হোসেন মুকুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল। বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি দাতু আকতার হোসেন, মো. মনির বিন আমজাদ, রেজাউল হক লায়ন।
এ ছাড়া সভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদ, শ্রমিক লীগের সহসভাপতি শাহ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, ইলিয়াছ আলী বুলু, জাকির হোসেন, নয়ন শরীফ, মান্নান মাতব্বর, জনি কুমার, রায়হান রাজু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যাহত রয়েছে। যে স্বপ্ন নিয়ে প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের অগ্রযাত্রা শুরু করেছিলেন, সেই পথেই শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়। যুবলীগের ইতিহাস অপশক্তির অপরাজনীতির বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই যুবলীগ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করছে। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
বক্তারা আরো বলেন, যুবলীগ নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। অপশক্তির অপতৎপরতা রুখে দিতে রাজপথে যুবলীগ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।