রিয়াদে নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন
সৌদি আরবের রিয়াদে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে রিয়াদের আল এনাবিয়া কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক মো. ওবায়েদুল হক। এরপর জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। সঞ্চালনায় ছিলেন তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস।
প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আসফাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম ও বিশেষ সম্পাদক কারী আবদুল হাকিম। প্রধান বক্তা ছিলেন যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক মোফাজ্জল হোসেন স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আবু আসফাক বলেন, বাংলাদেশসহ দুনিয়ার কোনো রাজনীতিতে তারেক রহমানের মতো এমন বহুমুখী প্রতিভা নেই। তাঁর মতো মেধা ও যোগ্যতাসম্পন্ন নেতা বিরল। তিনি বলেন, তারেক রহমান হলেন তৃণমূলের নেতাকর্মীদের প্রাণ আর তাঁর বিশাল জনপ্রিয়তাই হলো তাঁর জন্য কাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৌদি আরব তারেক রহমান মুক্তি আন্তর্জাতিক পরিষদের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম গাজী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম সহসভাপতি এইচ এম নুরুল হক নুরু, সাহাব উদ্দিন ফরায়েজী, মো. জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদিন বাকের, হারুনুর রশীদ তালুকদার, হাফিজ আহমেদ, প্রচার সম্পাদক জি এম রাজ্জাক, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আইয়ুব আলী, মাসুদ রানা, আলমগীর কবির, মো. চন্দন হোসেন রাজু, মো. শহিদুল ইসলাম, জাকির হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ পাটওয়ারী, আমিরুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিটন, মোশারফ হোসেন মঙ্গল, মো. ওবায়দুল্লাহ, দেলোয়ার হোসেন সোহাগসহ স্থানীয় বিএনপি ও তারেক রহমান মুক্তি আন্তর্জাতিক পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পরে স্থানীয় এনটিভি সাংস্কৃতিক ফোরামের অনুষ্ঠান প্রধান মঞ্জুর আল ইসলামের নেতৃত্বে ফোরামের শিল্পী মামিতা, সীমা, আপন, উজ্জ্বল, আনোয়ার সংগীত পরিবেশন করেন।
সভার শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় সংগঠনটির সভাপতি ফারুক আহমেদ চান দ্বিতীয়বারের মতো বাবা হওয়ায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
জন্মদিন উপলক্ষে বিশাল আকারের কেক কাটা হয়। এ ছাড়া অনুষ্ঠান শেষে বিশেষ নৈশভোজের ব্যবস্থা ছিল। গভীর রাত অবধি চলে বিশাল এ আয়োজন।