মক্কা-মদিনায় সেলফি তোলার নতুন নীতিমালা
সৌদি আরবের মক্কা ও মদিনা নগরীতে অবস্থিত দুই পবিত্র মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থানে সেলফি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
তুরস্কভিত্তিক সংবাদপত্র ডেইলি সাবাহ জানায়, গত ১২ নভেম্বর থেকে মক্কা ও মদিনার বিভিন্ন ধর্মীয় স্থানে সেলফি তোলা যাবে না বলে ঘোষণা দেয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রার্থনাকারী ও তীর্থযাত্রীদের শান্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তবে নির্ধারিত ধর্মীয় স্থানগুলো বাদে অন্য স্থানে সেলফি তোলায় কোনো বাধা থাকবে না বলেও জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে হজ বা উমরাহ করতে গিয়ে অনেকেই কাবা শরিফ ও মসজিদের নববিতে সেলফি তুলে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পোস্ট করছেন। তাঁরা হজ বা উমরাহ করতে এসে প্রার্থনার পরিবর্তে পর্যটকের মতো আচরণ করছেন, যা ধর্মীয় স্থানগুলোর শান্তি ও ভাবমর্যাদা নষ্ট করছে।
কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তির সেলফি মুছে দেওয়া বা প্রয়োজনে ক্যামেরাও জব্দ করতে পারবেন বলে সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে জাকার্তা পোস্ট।