বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবে ফুটবল ম্যাচ
মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রবাস বাংলা ফুটবল ক্লাবের আয়োজনে স্থানীয় একটি মাঠে ফ্লাড লাইটের আলোতে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ বশির। খেলার শুরুতে সমবেত কণ্ঠে খেলোয়াড়রা জাতীয় সংগীত গান।
সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন এনটিভির সৌদি আরব ব্যুরোপ্রধান ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন মাই টিভির সৌদি আরব ব্যুরোপ্রধান আবদুল হালিম নিহন, একাত্তর টিভির সৌদি আরব প্রতিনিধি মো. সালাউদ্দীন।
খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে প্রবাস বাংলা ফুটবল ক্লাবকে পরাজিত করে ঢাকা মেডিকেল ফুটবল একাদশ।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকা মেডিকেল ফুটবল একাদশের মো. ইসমাইল। উদীয়মান গোলরক্ষকের ক্রেস্ট পান প্রবাস বাংলা ফুটবল ক্লাবের অধিনায়ক ফকির আল-আমিন। সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন প্রবাস বাংলার মোস্তফা। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফিসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়।
খেলায় বাংলাদেশি প্রবাসী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।