অস্ট্রেলিয়ায় পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি হাইকমিশনার
অস্ট্রেলিয়ায় নবনিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সুফিউর রহমান দেশটির গভর্নর জেনারেল পিটার কোসগ্রোভের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। গত ২ ফেব্রুয়ারি পরিচয়পত্রটি পেশ করেন তিনি।
সুফিউর রহমান এর আগে শ্রীলঙ্কা ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিচয়পত্র পেশ করা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বসেন সুফিউর রহমান ও পিটার কোসগ্রোভ। আলোচনায় বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াবলী আলোচনা করা হয়। গভর্নর জেনারেল বাংলাদেশি হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে পিটার কোসগ্রোভকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন সুফিউর রহমান। অস্ট্রেলিয়ার গভর্নরও বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান।
পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাডাম কোসগ্রোভ, হাইকমিশনারের স্ত্রী সামসিয়া বেগম, হাইকমিশনের কর্মকর্তারাসহ অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।