রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে অস্ট্রেলিয়া
ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করবে অস্ট্রেলিয়া সরকার।
আজ সোমবার স্থানীয় সময় বিকেলে অস্ট্রেলিয়ান ফেডারেল পার্লামেন্টে এই বিল উত্থাপন করা হয়।
এম এল সি মুভেমেন্ট ইন্টারন্যাশনালের চেয়ারপারসন নির্মল পাল এনটিভি অনলাইনকে জানান, ফেডারেল এমপি ম্যাট থিস্টলথওয়েট অস্ট্রেলিয়ার জাতীয় সংসদের অধিবেশনে এই দিবস পালন বিষয়ে বিল উত্থাপন করেন। পরে সরকারি ও বিরোধী দলের আলোচনায় বিলটি পাস হয়।
তবে কবে নাগাদ অস্ট্রেলিয়া সরকারি ভাবে দিবসটি উদযাপন শুরু করবে তা এখনো ঠিক হয়নি বলে জানান নির্মল পাল। অবশ্য যেহেতু সিদ্ধান্ত হয়েছে তাই খুব শিগগিরই বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ করার জন্য কাজ করে যাচ্ছে এম এল সি মুভমেন্ট। অস্ট্রেলিয়াতেও কাজ করছে সংগঠনটি।