মক্কায় আ. লীগ নেতা মোসলেমকে বোয়ালখালীবাসীর সংবর্ধনা
সৌদি আরবের মক্কায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে মক্কার বোয়ালখালী প্রবাসীরা। সোমবার মক্কা নগরীর হোটেল বচমায় স্থানীয় সময় রাত ১২টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ ইয়াছিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ মক্কা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাশেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে কায়সার মাহমুদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম হুসেন কবির, চন্দনাইশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ মক্কা শাখার সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহিউদ্দিন আজাদ, জাহাঙ্গীর আলম, সাহেদ ইকবাল বাবু, রাশেদ, জসিম, ইকবাল ও কাজী।
সংবর্ধনা সভায় তায়েফ, জেদ্দা ও মক্কা আওয়ামী পরিবারের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য দেশ-বিদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।