মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের পরিচিতি সভা
মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের (বিএসওএম ) নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল সলিলে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অরুনিমা হোসাইন ও মোহাম্মদ শোভন হোসাইন।
অনুষ্ঠানে সংগঠনটির নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ২০১৮ সালের পরিকল্পনা ঘোষণা করা হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবুল বাশার, অধ্যাপক ড. আসিফ মাহবুব করিম ও এনামুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।