অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ফেস্টিভ্যাল ২৭ অক্টোবর
সিডনিতে টানা দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভাল অস্ট্রেলিয়া-২০১৮’। সিডনির ব্যাংকসটোন পল ক্যাটিং পার্কে এ উৎসব হবে।
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান নিয়ে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে অপার আগ্রহ। এরই মধ্যে এখানকার প্রবাসীদের মধ্যে এনটিভি অস্ট্রেলিয়া একমাত্র বিনোদন মাধ্যম হিসেবে ভালবাসায় সিক্ত হয়েছে।
‘সময়ের সাথে আগামীর পথে’- স্লোগানকে ধারন করে এনটিভি অস্ট্রেলিয়া গত চার বছর ধরে এখানে আয়োজন করে যাচ্ছে ভিন্নধর্মী নানা অনুষ্ঠান।
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়া-২০১৮’ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। উৎসবে প্রবাসীদের সুরের মূর্ছনায় মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি ও আগুন।
উৎসবের সার্বিক দিক নিয়ে এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবণ জানান, গতবারের থেকে এবারের আয়োজনে থাকবে বিশেষ আকর্ষণ। বিশেষ করে, অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল কমিউনিটিতে এনটিভির অনুষ্ঠান প্রিমিয়াম ক্যাটাগরিতে স্থান পেয়েছে। তাই বাংলাদেশের শিল্পী ছাড়াও আমরা প্রাধান্য দেব লোকাল শিল্পীদের।’
‘আমাদের অনুষ্ঠানের প্রতি প্রবাসী দর্শকদের বিশেষ চাহিদা থাকে। সেটাকে সামনে রেখেই সাজানো হবে মূল অনুষ্ঠান। আমরা আশা করি, এবার ১৫ হাজার প্রবাসী মিলিত হবেন এই উৎসবে’, যোগ করেন রাশেদ শ্রাবণ।
সিডনিতে টানা দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভাল অস্ট্রেলিয়া-২০১৮’।