খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মক্কায় প্রতিবাদ সভা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও কারা মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে মক্কা প্রাদেশিক বিএনপি। গত শুক্রবার মক্কা নগরীর রূপসী কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সহসভাপতি আবদুল মান্নান। বক্তব্য দেন মক্কা প্রাদেশিক বিএনপির সিনিয়র সহসভাপতি জহির আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, শহিদুল্লাহ মাস্টার, আবদুস শুক্কুর, মক্কা যুবদলের সভাপতি মইনুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, গাজী কামাল, আতাউর রহমান, খন্দকার দেলোয়ার হোসেন, মহিউদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, দেলোয়ার হোসেন মিল্কি, সামসুল আলম আজাদ, ওমর ফারুক মানিকসহ অন্যরা।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন ছৈয়দুল হক, বেলাল উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী, হামিদুল হক হামিদ, আমান উল্লাহ, জাহাঙ্গীর আলম, সামসুল আলম হিমু, গিয়াস উদ্দিন, গাজী কামাল, আমিন তালুকদার, কামাল খাঁন, মঈনুল ইসলাম লিটুসহ আরো অনেকে।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসাসহ অনতিবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
প্রতিবাদ সভায় মক্কা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।