জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ের জমি ক্রয়
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের জন্য দেশটির লোহিত সাগরতীরে জেদ্দা-মক্কা সড়কের পাশে পশ্চিম বোগদাদিয়া এলাকায় প্রায় আট বিঘা জমি কেনা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে স্থানীয় নোটারি পাবলিক কার্যালয়ে রশিদ সাদিদ বিন জাবের আলহারবি জমির রেজিস্ট্রি সম্পন্ন করেন।
জমির দলিলে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (লিগ্যাল) জাহাঙ্গীর আলমসহ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজিস্ট্রি শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করা হয়।