সৌদি আরবে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে শাবান মাহমুদের মতবিনিময়
সৌদি আরবের জেদ্দায় পবিত্র উমরাহ পালনে যাওয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকরা। গতকাল বুধবার জেদ্দায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি বাংলাভিশনের জেদ্দা প্রতিনিধি সোহেল রানা। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, আওয়ামী কমিউনিটি নেতা কাজী নওফেল, রোদ্দুর সম্পাদক আবুল বশর বুলবুল, এটিএন বাংলার মক্কা প্রতিনিধি সাজিদুল ইসলাম, এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি।
সৌদি আরবের জেদ্দায় ইলেকট্রনিক মিডিয়ার পশ্চিমাঞ্চল সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ। ছবি : এনটিভি
বক্তব্য দেন ডিবিসির জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমেদ,মাই টিভির জেদ্দা প্রতিনিধি মোবারক ভূইয়া, সময় টিভির জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপন, চ্যানেল ২৪-এর জেদ্দা প্রতিনিধি সৈয়দ আহমদ ভূইয়া, এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউসার আবদুস সালাম, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজিব ও জয়যাত্রার জেদ্দা প্রতিনিধি নূর আলম।
প্রধান অতিথি শাবান মাহমুদ বলেন, সৌদি আরবে হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত আপনারা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যাবলী তুলে ধরছেন দেশ ও জনগণের স্বার্থে। সে জন্য আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।
শাবান মাহমুদ বলেন, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর তুলে ধরব ইনশা আল্লাহ।
মতবিনিময় শেষে শাবান মাহমুদকে রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় মক্কা ও জেদ্দায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।