মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
সৌদি আরবের পবিত্র ভূমি মদিনা মনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন ভূঁইয়া (৫১) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ।
সৌদি আরবের স্থানীয় সময় গত রোববার রাত ১১টায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন ভূঁইয়া আহত হন। সৌদি পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে মদিনার আল দার হাসপাতালে নিলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বেলা ১১টায় মহিউদ্দিনের মৃত্যু হয়।
নিহত মহিউদ্দিন ভূঁইয়া ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুন্দ্রা গ্রামের মৃত শাহ আলম ভূঁইয়ার জ্যেষ্ঠ সন্তান। মহিউদ্দিন ভূইয়া পরিবার নিয়ে ঢাকায় বারিধারা ডিওএইচএসে থাকতেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
সম্প্রতি মহিউদ্দিন ভূঁইয়া তাঁর রিক্রুটিং এজেন্সির ব্যবসায়িক কাজে সৌদি আরব এসেছিলেন।