ওমরায় গিয়ে জসিম উদ্দিন নদভীর ইন্তেকাল
চট্টগ্রামের বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক ও মুহাদ্দিস, বাংলাদেশের অন্যতম আরবি ভাষাবিদ মাওলানা ড. জসিম উদ্দিন নদভী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।
নিহত ড. জসিম উদ্দিন নদভী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির বাসিন্দা। তিনি বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা সুলতান যওক নদভীর জামাতা। ড. জসিম সম্প্রতি পরিবার নিয়ে মক্কায় ওমরাহ পালনে আসেন। ওমরাহ পালন অবস্থায় গত সোমবার বিকেল ৩টায় হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাঁকে সৌদি আরবের বাদশাহ ফয়সাল আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। অসুস্থ হওয়ার আগে একবার হার্ট অ্যাটাকও হয়েছিল ড. জসিম উদ্দিন নদভীর।
গতকাল মঙ্গলবার মক্কার মসজিদুল হারামে জানাজা শেষে অজস্র সাহাবায়ে কেরামের স্মৃতি বিজরিত জান্নাতুল মুয়াল্লায় ড. জসিম উদ্দিন নদভীকে দাফন করা হয়।
জসিম উদ্দিন নদভীর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।