মালয়েশিয়া মাতালেন ফেরদৌস ও হাবিব
মালয়েশিয়ার কুয়ালালামপুরে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইউসিবি ব্যাংক বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক টেলিফোন অপারেটর ফেলডা মোবাইলের যৌথ আয়োজনে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান ইউপে ফেলমো নাইট।
গত ২১ এপ্রিল কুয়ালালামপুরের সুংগাই বুলু চায়নিজ স্কুল অডিটরিয়ামে দর্শক-শ্রোতাদের সুরের তালে মোহিত করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও তাঁর ছেলে হাবিব ওয়াহিদ।
বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ইউপে ফেলমো নাইট। এরপরই জিসান ও তাহমিনার প্রাণবন্ত উপস্থাপনায় শুরু হয় বাংলাদেশের একঝাঁক শিল্পীর ভিন্ন ভিন্ন পরিবেশনা। পরবর্তী সময়ে অনুষ্ঠানে আগত চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সুরের মূর্ছনায় ভাসিয়ে নেন ফেরদৌস ও হাবিব ওয়াহিদ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ফেলডা মোবাইলের সিইও সাব্বির চৌধুরী বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরাই দেশের সূর্যসন্তান। সেই সন্তানদের জন্য কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগে। শত কর্মব্যস্ততার মাঝে ক্ষণিকের আনন্দের জন্যই মূলত আজকের এ অনুষ্ঠান আয়োজন করা।’
ইউসিবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেশন অফিসার এমডি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউপে ইউসিবি ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ, ফেল্ম ক্যাশ ফেলডা মোবাইলের একটি অ্যাপ, এর মাধ্যমে প্রবাসীরা অতি সহজেই ঘরে বসে নিজের মোবাইল ফোনে বাংলাদেশে টাকা পাঠাতে পারছেন। ফেলডা বাংলাদেশের ইউপে গ্রাহক ছাড়াও বিভিন্ন ব্যাংক, এজেন্ট এবং এটিএম মেশিন থেকে টাকা উত্তোলনে সেবা দিচ্ছে।’
অনুষ্ঠানে ইউসিবি ব্যাংক হেড অব রেভিনিউ অ্যান্ড ডিজিটাল কমার্স, ইউপে এমডি নুরুল হক মানিক, এফভিপি ও হেড অব রেমিট্যান্স সাইদুর রহমানসহ ফেলডা মোবাইলের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।