‘বৈধ পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী যাবে, কোনো সিন্ডিকেট নয়’
সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় স্বচ্ছতার ভিত্তিতে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে আমি কোনো সিন্ডিকেট হতে দেবো না।’
গতকাল শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রয়েল চোলান হোটেলে মালয়েশিয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন ইমরান আহমদ।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘কেউ যেন অবৈধভাবে অবস্থান না করেন, অবৈধ না হন এবং তাঁরা যেন মালয়েশিয়ার আইন মেনে চলেন এবং রীতিনীতিকে শ্রদ্ধা করেন।’
আমাদের বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়ায় যাঁরা অবস্থান করছেন, তাঁদের অনেক দায়িত্ব আছে জানিয়ে যেকোনো অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী।
ইমরান আহমদ আরো বলেন, ‘আমরা শ্রমবাজারকে দুই নম্বর অবস্থানে নিয়ে যেতে চাই। দেশের স্বার্থ, শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে আমি কোনো সিন্ডিকেট হতে দেবো না।’
মালয়েশিয়া সফর সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে, মালয়েশিয়ায় স্থগিত থাকা শ্রমবাজার যত দ্রুত সম্ভব আলোচনা করে খোলার ব্যবস্থা করা। এ নিয়ে ওই দেশের সংশ্লিষ্টদের সঙ্গে প্রতিনিধিদলের একাধিক বৈঠক হবে। আশা করি, এ বৈঠকে ভালো একটি ফল জানতে পারবেন।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ায় অবস্থান করছে। এ ছাড়া কোম্পানি ভিজিট, কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সারওয়াকের গভর্নর, চিফ মিনিস্টার, ইন্ডাস্ট্রিয়াল মালিক, সারওয়াকের বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে মালয়েশিয়ার স্থগিত বাজার চালু করাসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগামী ১৪ মে কুয়ালালামপুরে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।