সৌদি আরবে আরো তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার এম এম লুৎফর রহমান (৬৪), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ উল্লাহ (৬৫) এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (৬৯)।
হৃদরোগে আক্রান্ত হয়ে এই তিন হজযাত্রী মারা গেছেন বলে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।
এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মক্কায় ১৩ জন, মদিনায় দুজন, জেদ্দায় একজনসহ মোট ১৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও দুজন নারী।
আজ শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২৩৭টি ফ্লাইটে মোট ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনা পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন সেখানে পৌঁছান।