সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর হজ পালন করতে এসে সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। দুই বাংলাদেশি হলেন গাজীপুরের ভুরুলিয়ার বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন (৬৫) ও নরসিংদীর পাইকারচরের বাসিন্দা মোহাম্মদ আলী (৬৪)।
এই দুই হজযাত্রীর মৃত্যু বিষয়টি বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সেলর মাকসুদুর রহমান।
এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কায় ২১ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজনসহ ২৬ বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও তিনজন নারী।
আজ সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩০০টি ফ্লাইটে মোট ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।