রিয়াদে প্রবাসী ফেনী জেলা বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি এবং ফেনী নদীসহ ভারতের সঙ্গে হওয়া চুক্তি ও বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সৌদি আরবের রিয়াদ প্রবাসী ফেনী জেলা বিএনপি ও যুবদল। গত বৃহস্পতিবার রিয়াদে এই প্রতিবাদ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সভাপতি কামরুল হাসান মীর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ কারি আবদুল হাকিম। সভায় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) জালাল উদ্দিন মজুমদার, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও নবনির্বাচিত ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি জাহাঙ্গীর আলম, পূর্বাঞ্চল বিএনপির তথ্য সম্পাদক মাহফুজ পাটোয়ারী, রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন, সিনিয়র সহসভাপতি নুরুল আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা আব্দুল্লাহ ও যুবদল নেতা ফিরোজ আলম। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাইম উল্যাহ চৌধুরী।
অনুষ্ঠানে ছিলেন প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, প্রবাসী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক হোসেন রিপন, বিএনপি নেতা মেহেদী হাসান টিপু, প্রবাসী ফেনী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আনোয়ার হোসেন, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, রাশেদ ভূঁইয়া প্রমুখ।
বক্তারা দ্রুত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে হওয়া চুক্তি বাতিল ও বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপি নেতাদের হাতে নতুন কমিটি তুলে দেন।