সিডনি মাতাল ‘বাংলাদেশ নাইট’

সিডনিবাসীকে মাতিয়েছে ‘বাংলাদেশ নাইট-২০১৫’ এর জমকালো অনুষ্ঠানে। গত ১ নভেম্বর সিডনির ইউএনএসডব্লিউ এর সায়েন্স থিয়েটার হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জনপ্রিয় বাংলা গানের ছন্দে মেতেছিলেন দর্শকরা।
‘লিসেন ফর’ শীর্ষক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতা করতে কাজ করে ‘লিসেন ফর’। সংগীত নিয়ে বর্তমানে সিডনিতে অবস্থান করছেন বাংলাদেশের দি রক স্টার বিজয়ী শুভ। তিনি তাঁর কয়েকজন প্রিয় মানুষকে নিয়ে গড়ে তুলেছেন ‘লিসেন ফর।’ অনুষ্ঠানে শুভ নিজেও সংগীত পরিবেশনা করেছেন।
অনুষ্ঠানটির আয়োজন সংক্রান্ত ব্যবস্থাপনায় ছিল ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান ক্রিয়েটো। অনুষ্ঠানের আগে ক্রিয়েটোর কর্ণধার চিত্রশিল্পী রশিদ খানের একক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী থেকে অর্জিত অর্থ সেভ দ্য চিলড্রেন বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন, বাংলাদেশ থেকে আগত ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, বেসবাবা সুমন, কনা এবং ডি জে রাহাত।
অনুষ্ঠানের শুরুতেই ছিল চমক লাগানো থ্রি ডি মেপিং এর মাধমে লোগো উন্মোচন। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বাংলাদেশ কমিউনিটির কোনো অনুষ্ঠানে এই আয়োজন দেখা যায়। এরপরই মঞ্চে উঠে আসে দুই শিশু যারা চমৎকারভাবে একটি তুলনামূলক চিত্র তুলে ধরে বর্তমান বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী শিশুদের মধ্যে।
এরপর একে একে মঞ্চে উঠে আসেন ‘লিসেন ফর’ এর সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আখতার উদ্দিন টিপু এবং সভাপতি জনাব ফায়সাল ফরিদ। তাঁরা নিজেদের সংগঠনটির সম্পর্কে দর্শকদের জানান। তাঁরা জানান, আজকের এই অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ দিয়ে তারা আগামী পাঁচ বছর তিনটি শিশুর ভরণ পোষণের দায়িত্ব নিবেন।
‘লিসেন ফর’ এর সদস্যরা একে একে মঞ্চে আমন্ত্রণ জানান অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক সেঞ্চুরি ২১ প্রপার্টি কেয়ার , মিন্টো এবং জি এম কাব এর প্রতিনিধিদের এবং অন্যান্য সকল পৃষ্ঠপোষককে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন আনন্দ ট্রাভেল, মার্রিক্ভিল, কস্তুরী রেস্তুরেন্ট এন্ড ফাংশন সেন্টার, স্পাইস অফ লাইফ রেস্তুরেন্ট, স্মার্ট মানি ট্রান্সফার এবং স্মার্ট মোশন ষ্টুডিও। সকল পৃষ্ঠপোষকদের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনটির বিপণন কর্মকর্তা জনাব শাহীন হাওলাদার এবং দাপ্তরিক সম্পাদক জনাব জাহিদুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় মুখ, সমাজ সেবক,সফল রাজনীতিবিদ রশিদ ভুইয়া। আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংগঠনের প্রতিষ্ঠাতা রন ডেলেজিও।
অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় ফুয়াদ ন ফ্রেন্ডস এর পরিবেশনার মাধমে। সংগীত শিল্পী শুভ জনপ্রিয় সব পুরাতন গান এর আধুনিক পরিবেশনায় মাতিয়ে তোলেন পুরো হলের দর্শকদের। তার অসাধারণ গায়কী তে মুগ্ধ সিডনি বাসী নতুন করে চিনলো শুভ কে। এরপর ফুয়াদ মঞ্চে আমন্ত্রণ জানান কন্ঠশিল্পী কনাকে। কনা তার গানের ভান্ডার খুলে বসেন আর মন্ত্রমুগ্ধ করে রাখেন হল ভর্তি দর্শকদের।
বিরতির আগে মঞ্চে আসেন অর্থহীনের সুমন। কর্কট রোগের সাথে সুদীর্ঘ লড়াইয়ের পর একজন হার না মানা নির্ভিক চিত্তের বীরের মতই তিনি মঞ্চে উঠে আসেন এবং মাতিয়ে তোলেন পুরো মিলনায়তন। একে একে তার জনপ্রিয় গানের মুর্ছনায় আছন্ন করে রাখেন সবাইকে। বিরতির পর সুমন আবার মঞ্চে উঠে আসেন এবং শোনাতে থাকেন,"অদ্ভুত সেই ছেলেটি", "এপিটাফ ", "তুমি ভরেছ এই মন" জনপ্রিয় সব গান। এরপর মঞ্চে আবার আসেন ফুয়াদ ন ফ্রেন্ডস , কনা এবং ডি জে রাহাত . একত্রে তারা পরিবেশন করে" চার ছক্কা হই চৈ।"
অনুষ্ঠানের শেষ অংশে ছিল প্রথমবারের মত অস্ট্রেলিয়াতে কোনো বাংলাদেশী ডি জে এর পরিবেশনা। ডি জে রাহাত তাঁর সাবলীল কাজে সবাইকে নিয়ে এসেছিলেন নাচের জায়গায়। শিশুদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানের শেষ অংশে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পরার মত। সিডনিবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন "লিসেন ফর" এর বাংলাদেশ নাইট পরবর্তী আয়োজনের জন্য।