স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের নৈশভোজ
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে কূটনীতিকদের সম্মানে বিশেষ নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানী কুয়ালালামপুরের রেনেসাঁ হোটেলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ-বিদেশের কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাহবুবা কাদেরের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।
বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে নৈশভোজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন হাইকমিশনার মো. শহীদুল ইসলাম ও মালয়েশিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো অনুষ্ঠানজুড়ে বলরুমের ক্রিনে দেখানো হয় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র।
বিদেশি কূটনীতিবিদদের সম্মান জানাতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
নৈশভোজের মধ্যে হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বিদেশি কূটনীতিক ও কমিউনিটির নেতাদের সঙ্গে করমর্দন, কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, লেবার কনস্যুলার সায়েদুল ইসলাম মুকুল, প্রথম সচিব এস কে শাহীন, দ্বিতীয় সচিব মুসরাত জেবীন, রাজনৈতিক সচিব কনস্যুলার রইছ হাসান সারোওয়ার, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, শাহিদা সুলতানা, মালয়েশিয়া বাংলা ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান রেড অ্যান্ড গ্রীন-এর পরিচালক সারাহ তানভী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন।