মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/04/photo-1459770593.jpg)
মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে এস এম রহমান পারভেজকে (এটিএন বাংলা) সভাপতি এবং বশির আহমেদ ফারুককে (চাঁদপুর টাইমস) সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে আহমাদুল কবিরকে (জাগো নিউজ)। এ ছাড়া সহসভাপতি হিসেবে আছেন মো. রফিকুল ইসলাম রফিক (আলোর ফোয়ারা), আমিনুল ইসলাম রতন (নিউজ এক্সপ্রেস) ও মোস্তফা ইমরান রাজু (আরটিভি)। এ ছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নান (এনটিভিবিডি), সহসাধারণ জহিরুল ইসলাম হিরণ (এশিয়ান টিভি), প্রচার সম্পাদক মোস্তাক রয়েল শান্ত (মানবজমিন), সহ-প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন (এসএ টিভি), কোষাধ্যক্ষ রফিক আহমদ খান (পূর্বপশ্চিম), দপ্তর সম্পাদক শামছুজ্জামান নাঈম (মোহনা টিভি), সহ-দপ্তর সম্পাদক কাজী আশরাফুল ইসলাম (প্রবাসীর দিগন্ত)।
কমিটিতে সদস্য করা হয়েছে মাজহারুল ইসলাম (বাংলাভিশন), মাহমুদ খাইরুল (বাংলা নিউজ২৪ডটকম), হাসানুল বান্না (ফ্রি-ল্যান্স), শেখ আরিফুজ্জামান (ফটোসাংবাদিক) ও মো. শওকত হোসেন জনি (ফটোসাংবাদিক)।
প্রেসক্লাব সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ২০১৬-১৮ সেশনের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।