সিঙ্গাপুরে ‘নিউক্লিয়াস কবিতা’র মোড়ক উন্মোচন
সিঙ্গাপুর প্রবাসী কবি সৈয়দুর রহমান লিটনের কবিতার বই ‘নিউক্লিয়াস কবিতা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সিঙ্গাপুরের ১৭ জালান পিনআং হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক ও কবিতাভক্ত কাটি রেইনওয়াটার ও টিম এলসওর্থ। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইন্দোনেশিয়ার শিল্পী মিখান। নাচ পরিবেশন করেন চিন্তা ও সফি।
অনুষ্ঠানে নিউক্লিয়াস কবিতা থেকে কবিতা আবৃত্তি করেন সিঙ্গাপুরের শিক্ষার্থী এল লিম ও সেন চাম।
কবি সৈয়দুর রহমান লিটন বাংলাদেশের শেরপুরে জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালে। শৈশব থেকে লেখালেখির ওপর বিশাল আগ্রহী ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কবিতার মধ্যে আছে-তুমি আসোনি বলে, কবিতার বই মম উপহার, সময়ের সাক্ষী ও সর্বশেষ নিউক্লিয়াস কবিতা। লেখালেখি যেন চালিয়ে যেতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সৈয়দুর রহমান।