কুয়েতে চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/18/photo-1466245735.jpg)
পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম সমিতি কুয়েত শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কুয়েত সিটির গুলশান হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি কুয়েত শাখার সভাপতি জাফর আহমেদ চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম।
চট্টগ্রাম সমিতি কুয়েত শাখার ইফতারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি মুকাই আলী (লুৎফর রহমান), সহসভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, আতাউল গনি মামুন, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সেলিম আলী খান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামান।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি কুয়েত শাখার সহসভাপতি মোরশেদ আলম বাদল, আবুল কালাম আজাদ, আবদুলাহ আল হোসাইন, দিদারুল ইসলাম, ওমর ফারুক নাহিদ প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।