মালয়েশিয়ায় বাংলাদেশিদের মসজিদে ঈদের জামায়াত আয়োজন
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশিদের মসজিদ সুরাও বায়তুল মোকাররমে এবার প্রথমবারের মতো ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। মসজিদ কর্তৃপক্ষ এবার প্রথমবারের মতো ঈদের জামায়াত আয়োজন করতে যাচ্ছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বুধবার বায়তুল মোকাররম মসজিদসংলগ্ন দামাই কমপ্লেক্সে এই ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুয়ালামপুরের বায়তুল মোকাররম মসজিদ কর্তৃপক্ষের কবির ভূঁইয়া ও মনিরুজ্জামান মনির।
কুয়ালামপুরের বায়তুল মোকাররম মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম আল্লামা মুফতি রেজাউল হক।
আল্লামা মুফতি রেজাউল হক এনটিভি অনলাইনকে বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি জানান, সকাল ৮টা ১০ মিনিট থেকে ঈদের নামাজের জন্য বয়ান শুরু হবে। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানান রেজাউল হক।