প্রবাসী কবিতা
ওরা কি জানত?
ঝড়-বৃষ্টির বালা নেই, হঠাৎ
বেতারে ভেসে আসে আবহাওয়া বার্তা,
২, ৩ অথবা ৪নং সংকেত প্রতিনিয়তই,
উপকূল মানুষেরা প্রাকৃতিক এই দুর্যোগের সাথে অতি পরিচিত
হয়তো তাই সাধারণ সংকেত,
তাদের মনে জাগায় না কোনো ভীতি।
উপকূলীয় অঞ্চলগুলোকে ১০নং মহাবিপদ সংকেত
হুঁশিয়ারি বার্তা ভেসে আসে বিভিন্ন মিডিয়া থেকে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে সকলে
কেউ বা আশ্রয় নিতে ছুটছে সাইক্লোন শেল্টারে।
গোলায় ভরা ধান আর পুকুর মাছে ভরা,
মাঠে কল্লোলিত শস্যের আবাদ
আঙিনায় তোলার অপেক্ষায়,
কী করে রক্ষা করে লুটেরাদের হাত হতে,
চারদিকে কৃষাণের হা-হুতাশ।
ওরা সাদা মানুষ, ওদের আছে মনুষ্যত্ব
তাই ফেলে যেতে পারেনি
অতি আদরের পালিত গবাদি পশুগুলোকে।
ওরা কি জানত?
লুটেরাদের চেয়েও ভয়ানক
ক্রোধোন্নত সিডর ক্রমাগত আসছে ধেয়ে ওদের দিকে।
ওরা কি জানত?
প্রলয়ংকরী সিডর ধ্বংসস্তূপে পরিণত করবে তাদের জন্মস্থান,
মুহূর্তে বিলীন করে দেবে তাদের কষ্টার্জিত স্বপ্ন।
ওরা কি জানত?
এভাবে নিবে যাবে তাদের জীবনপ্রদীপ,
অবশেষে আত্মাবিহীন দেহ পড়ে থাকবে
প্রচ্ছদ হয়ে খরদগ্ধ মৃত্তিকার বুকে॥