অন্তঃসত্ত্বাকে আসন না দেওয়ায় যুবককে পুলিশে সোপর্দ
এখন প্রায় বিশ্বের সব দেশের ট্রেনে কিছু আসন সংরক্ষিত থাকে, যাতে করে প্রতিবন্ধী অথবা অন্তঃসত্ত্বা নারীরা বসতে পারেন। কারণ তাঁরা আর আট-দশজনের মতো নয়, তাঁরা ইচ্ছে করলে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন না।
আজ শুক্রবার মালয়েশিয়ায় সরেজমিনে রেল ট্রানজিট ট্রেনে দেখা মিলল লাইট অস্বাভাবিক আচরণ।
নিউস্ট্রেইটস টাইমস জানিয়েছে, “এদিন দেড়টার দিকে এক অন্তঃসত্ত্বা নারী ট্রেনে প্রবেশ করার কিছুক্ষণ পর এপাশ-ওপাশ তাকাতে চোখে পড়ল সংরক্ষিত আসন। এরপর তিনি আসনের কাছে গেলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও বসে থাকা এক যুবক কোনো সাড়া দিলেন না। একপর্যায়ে ওই নারী যুবককে বলেন, ‘এই সংরক্ষিত আসনে আমি কি বসতে পারি? দাঁড়িয়ে থাকতে আমার খুব অসুবিধা হচ্ছে।’ এর উত্তরে যুবক বলে উঠলেন, ‘ওই যে পেছনে আরো অনেক আসন খালি আছে, সেখানে গিয়ে বসেন।’ উত্তরে নারী বলেন, ‘এই আসন অন্তঃসত্ত্বা এবং প্রতিবন্ধীদের জন্য। দয়া করে আমাকে একটু বসতে দিন।’ কিন্তু যুবকটি কোনোভাবে রাজি হননি।”
ব্যাপারটি ট্রেনে থাকা এক সাংবাদিকের নজরে পড়ে। ঘটনার সময় তিনি সামনে এগিয়ে এসে ওই যুবকের সব কথা রেকর্ড করে ফেলেন। এরপর মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে তা পাঠিয়ে দেন। দেশটির প্রতিটা অনলাইন নিউজ পোর্টালে ছড়িয়ে পড়ে।
খবরে বলা হয়, আচরণবিধি লঙ্ঘন করায় চীনা নাগরিক ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।